ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঈদের তৃতীয় দিন আসছে ‘সুভাশিনী’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৯:৩৮ পিএম
‘সুভাশিনী’র একটি দৃশ্য

বাংলাদেশের সমাজ ব্যবস্থায় গ্রামাঞ্চলে একজন বিধবা নারীকে অন্য দৃষ্টিতে দেখা হয়। যেখানে কেবল একজন নারী নয়, বরং একটি পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি। সেই গল্প নিয়ে ঈদের তৃতীয় দিনে আসছে ধারাবাহিক নাটক ‘সুভাশিনী’।

নাটকটি পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। তিনি বলেন, আগে অনেক সিনেমা নির্মাণ করেছি। এখন ইউটিউব চ্যানেলের নাটক নিয়ে ব্যস্ত। কারণ আমাদের দেশে এখন দুই ঈদ ব্যতীত বাংলা সিনেমা চলে না। তাই নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য নাটক নিয়ে ব্যস্ত আছি। আমার ‘সুভাশিনী’ ১০০ পর্বের। আপনারা সবাই দোয়া করবেন সুভাশিনীর জন্য।

“‘সুভাশিনী’ এক বিধবা নারী। সমাজ তাকে অন্য চোখে দেখে, কিন্তু তার মনের অদম্য শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। তার লড়াই-সংগ্রাম, তীব্র ইচ্ছা তাকে প্রতিদিন নতুন করে শক্তি দেয়। এই গল্প শুধু তার নয়, বরং প্রতিটি নারীর, যারা নিজের সম্মান, সুখ, এবং ভালোবাসা খুঁজে পেতে সংগ্রাম করে।”

‘সুভাশিনী’—প্রতিটি পর্ব, প্রতি সপ্তাহে, এক ঘণ্টার ধরে সম্প্রচার হবে। শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনাদের হৃদয়ে গেঁথে যাবে। ‘সুভাশিনী’ আসছে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ১৩ মিনিটে।

নাটকটিতে সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ আচার্য্য এবং কাহিনী সোমা আচার্য্য।

নাটকটিতে অভিনয় করেছেন রাসেল মিয়া, সোমাকাশ, হিমাদ্রি হিমু, অপসরা, রাকিবুল ইসলাম রাকিব, রকি, অঞ্জলী, মিঠুন, পলাশ ও সরল হাসমত। SAF-এর ইউটিউবে নাটকটি দেখা যাবে।