চিত্রনায়ক শাকিব খান প্রায় দুই দশক ধরে ঢালিউড সিনেমার রাজ্যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বেশ পরিশ্রমের পর আজকের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন নারায়ণগঞ্জের এ অভিনেতা।শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা।
ছোটবেলায় ছাত্র হিসেবে মেধাবী ছিলেন তিনি। বড় হয়ে হতে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নও দেখতেন। তবে অভিনয় আর নাচের প্রতি আগ্রহ থেকেই সুযোগ ঘটে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার।
এরপর একে একে উপহার দিতে থাকেন জনপ্রিয় সব সুপারহিট সিনেমা। কাজের স্বীকৃতি হিসেবে এ অভিনেতা পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।
বর্তমানে এ মেগাস্টারের জনপ্রিয়তা শুধু দেশেই আটকে নেই। টালিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন গুড লুকিংয়ের এ অভিনেতা।
সুপারস্টার শাকিব খানের কয়েকটি জনপ্রিয় সিনেমার লুক রূপালী বাংলাদেশের প্রতিবেদনে প্রকাশ করা হলো-
‘বরবাদ’ ২০২৫ সালের আসন্ন বাংলা ভাষার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রণয়ধর্মী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। সিমেনাটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন।

‘রাজকুমার’ ২০২৪ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হিমেল আশরাফ, যা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

‘তুফান’ ২০২৪ সালের বাংলাদেশী ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি এবং ভারতের শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সনি। তবে বাংলাদেশে প্রাপ্ত চলচ্চিত্রটির ছাড়পত্র এবং আলফা আইয়ের কর্ণধারের দাবি অনুযায়ী বাংলাদেশী ওটিটি প্লাটফর্ম চরকি ডিজিটাল পার্টনার ও এসভিএফ আন্তর্জাতিক পরিবেশক হিসেবে কাজ করছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

‘প্রিয়তমা’ ২০২৩ সালের একটি বাংলাদেশী রোমান্টিক-এ্যাকশন চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ, যা তার দ্বিতীয় চলচ্চিত্র এবং ভার্সেটাইল মিডিয়ার অধীনে প্রযোজনা করেছেন আরশাদ আদনান। চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন এককভাবে প্রয়াত ফারুক হোসেন এবং তার সঙ্গে চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন হিমেল আশরাফ।

‘দরদ’ ২০২৪ সালের ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস,ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা।

‘নবাব এলএলবি’ ২০২০ সালের বাংলাদেশী চলচ্চিত্র। সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে আজমত হোসেনের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করছেন অনন্য মামুন। এটি ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা কেন্দ্রিক আদালত নাট্য নির্ভর চলচ্চিত্র। ছায়াছবিতে একজন ধর্ষিতা নারীর সামাজিক প্রতিবাদ ও বিচার ব্যবস্থার মাধ্যমে অধিকার আদায়ের গল্প চিত্রায়িত হয়েছে।

‘নোলক’ ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাকিব সনেট ও তার দল এবং প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট`স এবং গল্প, সংলাপ, নৃত্যপরিকল্পনা ও সঙ্গীতায়োজন করেছেন ফেরারি ফরহাদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান এবং ববি হক। এছাড়াও আরোও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহিদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, রজতাভ দত্ত এবং আরো অনেকে।

অভিনয়জীবনে সফল হলেও ব্যক্তিজীবনে শাকিব কিছুটা সমালোচিত। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি। দুই অভিনেত্রীর সঙ্গে আর দুটি পুত্র সন্তান রয়েছে। বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন ঢালিউডের এ মেগাস্টার।