পেশায় ব্যবসায়ী। মিডিয়াতে তার দেড় বছরের ক্যারিয়ার। এরই মধ্যে ৩০টির বেশি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলী মুর্তজা পলাশ। গড়ে তুলেছেন জয় পাগল মাল্টিমিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। নাটকে সামাজিক গল্প তুলে ধরায় দর্শকমহলে হয়েছেন প্রশংসিত। এবার অ্যাকশনধর্মী সিনে ড্রামা নিয়ে হাজির হচ্ছেন পলাশ।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘টাইগার’ নামে একটি সিনে ড্রামা নির্মাণ করেছেন মাহমুদ হাসান রানা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পলাশ। এ ছাড়াও চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, জেবা জান্নাত, মুহিত তমালসহ আরও অনেকেই অভিনয় করেছেন। ঈদের দ্বিতীয় দিন জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে সিনে ড্রামা ‘টাইগার’ অবমুক্ত করা হবে।
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দারুণ খুশি পলাশ। তিনি বলেন, ‘প্রতিনিয়তই দর্শকদের চাহিদা বদলায়। বিষয়টা মাথায় রেখেই কাজ করি। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের ভালোবাসা পাচ্ছি। সব সময় ভালো কাজের মাধ্যমে তাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করি। দর্শকের ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে নতুন কিছু নিয়ে হাজির হলাম। এটিকে তারা ভালোভাবে নিলে ভবিষ্যতে এধরনে কাজ আরও উপহার দেব।’
আলী মুর্তজা পলাশের উল্লেখযোগ্য নাকগুলো হলো পরশ, আপন ভাই, স্বামীর ঘর, অশিক্ষিত বড় ভাই, সাবলেট হাফলেট, অহংকার পতনের মূল, যৌতুকের হুন্ডা, প্রবাসীর স্বপ্ন, ডাকাত বউ, প্রেমের ফেরিওয়ালা, আমার স্বপ্ন তুমি, মন যখন এমন, মায়ের সংগ্রাম, জামাই গ্যাড়াকলে, মায়ের মত বোন।
আপনার মতামত লিখুন :