মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

নতুন পরিচয়ে ফিরছেন হৃতিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:২৯ পিএম

নতুন পরিচয়ে ফিরছেন হৃতিক

ছবি: সংগৃহীত

সব অনিশ্চয়তা কাটিয়ে আসছে ‘কৃষ-৪’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। ‘কৃষ-৪’ আসছে, এটা হৃতিকভক্তদের জন্য বড় সুখবর তো বটেই, তবে এর চেয়েও বড় খবর, সিনেমাটিতে অভিনেতার পাশাপাশি নির্মাতার ভূমিকাতেও পাওয়া যাবে তাকে! ‘কৃষ-৪’ দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে হৃতিকের।

‘কৃষ’ বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। ২০০৩ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কোই...মিল গ্যায়া’, ২০০৬ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘কৃষ’। ২০১৩ সালে মুক্তি পায় সবশেষটি ‘কৃষ-৩’। সে সিনেমায় হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন কঙ্গনা রনৌত। এরপর এক যুগ পার হয়েছে, কিন্তু এই ‘কৃষ-৪’ আর নির্মিত হয়নি।

যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ‘কৃষ-৪’ আরও বড় পরিসরে নিয়ে আসার পরিকল্পনা রাকেশের। তিনি বলেন, ‘হৃতিক আর আদি (আদিত্য চোপড়া) নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে, এটা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়। এমন কিছু এবার হবে, যা আগে বলিউডে হয়নি। আশা করি, সিনেমাটি দর্শকদের দুর্দান্ত এক অভিজ্ঞতা দেবে।’

২০২৬ সালের শুরুতে ‘কৃষ-৪’-এর শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!