ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

কিশোর পলাশ ও ক্ষ্যাপার ‘যামুগারে পাগলা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপার দ্বৈত গান। শিরোনাম ‘যামুগারে পাগলা’। গানটি লিখেছেন ও সুর করেছেন চঞ্চল পাগলা এবং পঁচা পাগলা। সংগীত আয়োজন করেছেন আরএফটি ও আইনুস এবং সার্বিক তত্ত্বাবধানে ঈসা খান দূরে। মিউজিক ভিডিওসহ নতুন গানটি প্রকাশ করবে জি সিরিজ। নাসিমুল মুরসালিন স্বাক্ষর পরিচালিত এ ভিডিওতে একঝাঁক ড্যান্স গ্রুপসহ মডেল হয়েছেন কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপা।

কিশোর পলাশ জানান, গানটি মিউজিক ভিডিওসহ চাঁন রাতে প্রকাশ পাবে জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে সব অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোয়।

কিশোর পলাশ বলেন, ‘আমি মৌলিক গানের শিল্পী। শিল্পচর্চায় মৌলিকত্বের কোনো বিকল্প নেই। কাভার গান করা হয় না, তাই প্রায় দুই বছর পর আসতে যাচ্ছে আমার গান। অনেকটা সময় আর যত্ন নিয়ে করেছি গান এবং ভিডিও। আমরা যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাইরে কনসার্ট করি তাদের জন্য সময়টা  অনুকূলে নয়। শিল্পী, গীতিকার ও সুরকার সবাই লড়ছেন অধিকার আদায়ের বিষয় নিয়ে।’

এই গায়ক আরও বলেন, ‘বেশ কিছু গান করে রেখেছিলাম, গত দুই বছরে। তার ভিড়ে ‘যামুগারে পাগলা’ গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যত্ন নিয়ে গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমি তৃপ্তি পাব।’