মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

দুই পরিবার প্রথমবার ঈদ করব: মেহজাবীন চৌধুরী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৬:৫৭ পিএম

দুই পরিবার প্রথমবার ঈদ করব: মেহজাবীন চৌধুরী

ছবি: সংগৃহীত

বিয়ের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী৷ ‘চক্কর ৪২০’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে জানিয়েছেন এবারের ঈদের পরিকল্পনা। তবে ঈদের বাজেট কত সে প্রশ্ন এড়িয়ে অনুরোধ জানিয়েছেন প্রেক্ষাগৃহে গিয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখার।

দৈনিক রূপালী বাংলাদেশের এক প্রশ্নের উত্তরে মেহজাবীন চৌধুরী বলেন, ঈদের জন্য আলাদা কোনো কাজ করতে পারিনি। আগের করা ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি ঈদের দিন প্রচার হবে। ঈদ ঘিরে আলাদা করে কোনো পরিকল্পনা নেই। দুই পরিবার নিয়ে প্রথমবারের মতো ঈদ করব। এটাই আমাদের জন্য নতুন কিছু। আপাতত এটাই পরিকল্পনা।

তবে স্বামী আদনান আল রাজীবের কাছ থেকে কি উপহার পেয়েছেন এবং তিনি নিজে কি দিয়েছেন এ প্রসঙ্গে বলতে নারাজ অভিনেত্রী। শুধু বললেন, এটি একান্ত ব্যক্তিগত বিষয়। ঈদ মানেই সালামি, উপহার, নতুন জামা কাপড় কেনা। আমাদেরও সবকিছু হয়েছে। সবাইকে ঈদ মোবারক।

বলা দরকার, গত ২৪ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী। কঠোর গোপনীয়তায় এবং বিধিনিষেধ থাকা সত্ত্বেও দৈনিক রূপালী বাংলাদেশ মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের প্রথম বিয়ের খবর প্রকাশ করে। এরপর দুজনেই বিয়ের কথা স্বীকার করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!