ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঈদের দিন কী করতে পছন্দ করেন আফরান নিশো!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দ ছোট-বড় সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। সাধারণ মানুষের মতো তারাও ঈদ উদযাপন করেন।

তবে, এখনকার ঈদের দিন কিভাবে কাটে, এ প্রশ্নের উত্তরে নিশো বলেন, ‘ঈদের দিন আমার কাছে খুশির দিন হলেও, মূলত এটি আমার জন্য ঘুমের একটি দিন। কারণ, আমি ঘুমাতে পছন্দ করি। রাস্তা ফাঁকা থাকে, তাই আমার নিজস্ব স্টাইলে গাড়ি চালিয়ে বেড়াতে পছন্দ করি। এবার ঈদটি আমার জন্য বিশেষ হবে, কারণ আমার সিনেমা ‘দাগি’ মুক্তি পাচ্ছে। যারা আমার কাজের জন্য এক বছর অপেক্ষা করেছেন, তাদের যদি সিনেমাটি দেখে সত্যিকারের আনন্দ হয়, তবে সেটিই হবে আমার ঈদ সার্থক।’

সম্প্রতি ঈদ উপলক্ষে অভিনেতা আফরান নিশো তার কিছু স্মৃতি শেয়ার করেছেন। তার মতে, ঈদ সচ্ছল বা স্বাভাবিক জীবন-যাপন করা মানুষের জন্য নয়।

আফরান নিশো বলেন, ‘আমি মনে করি আমরা যারা সচ্ছল জীবন-যাপন করি, তাদের জন্য ঈদ নয়। কারণ, আমাদের জন্য শপিং কিংবা আনন্দে ভরপুর থাকা কোনো বড় বিষয় নয়। কিন্তু যারা দরিদ্র, যারা তিন বেলা ঠিকমত খেতে পারে না, তাদের জন্য ঈদ। আমাদের উচিত সবসময় তাদের পাশে দাঁড়ানো, যাতে ঈদের দিনটাও তাদের জন্য আনন্দের হয়ে ওঠে। আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্বগুলো পালন করা উচিত।’

ছোটবেলায় ঈদের সালামির স্মৃতি নিয়ে নিশো বলেন, ‘ছোটবেলায় সালামি পাওয়ার অনুভূতি ছিল দারুণ। আমার কাছে নানী-নানার সাথে ঈদ উদযাপন করার স্মৃতি রয়েছে, আর নানির কাছ থেকে পাওয়া সালামির টাকায় একবার একটি মোবাইল ফোন কিনেছিলাম। তবে এখন ঈদের সালামি বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন মাধ্যমে হয়ে থাকে।’

এদিকে, ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এই সিনেমাতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু সহ আরও অনেক তারকা।।