বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ঢাকাই সিনেমার লড়াই, এগিয়ে কোনটি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৬:৩৪ পিএম

ঢাকাই সিনেমার লড়াই, এগিয়ে কোনটি?

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার লড়াইয়ে এখন একেবারে শীর্ষে মেগাস্টার শাকিব খান!

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বরবাদ’, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সব ধরনের প্রেক্ষাগৃহে একযোগে ৫০০ এর বেশি শো চলছে এই সিনেমার। যা নিয়ে শাকিব ভক্তরা এবং সাধারণ দর্শক মহলে এক ধরনের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে ‘বরবাদ’ অন্যতম। এটি ইতোমধ্যে ১২০টি হলে মুক্তি পেয়েছে। সিনেমার সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন, ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে এবং শাকিব খানের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে।

একজন নেটিজেন লিখেছেন, ‘শাকিব খানকে ছোট করে কথা বললে সে একটা তেলাপোকা! শাকিব খান বাজপাখি, তার ‘বরবাদ’ সিনেমার হল রি-অ্যাকশন দেখে গর্বে কান্না চলে আসছে।’

আরেক নেটিজেন আহমেদ শুভ বলেছেন, ‘ভাই, ‘বরবাদ’ সবকিছু বরবাদ করে দিচ্ছে, এবার সব রেকর্ড ভেঙে যাবে।’

তানিম আকবব বলেন, ‘ভাইরে ভাই, আগুন! ‘বরবাদ’ একবার না শতবার দেখব।’

এটি মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা, এবং পোস্টার, টিজার ও গানের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

আরবি/শিতি

Link copied!