পরিবার-পরিজন রেখে দূর প্রবাসে ঈদ উদযাপন করেছেন সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। ঈদের নামাজ শেষে প্রবাসী পরিচিত বাঙালিদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন এই নায়ক। সেইসঙ্গে জানিয়েছেন জ্যাকসন হাইটসে আগামী ১৩ এপ্রিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ মাতাবেন।
জায়েদ খান বলেন, এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশে ঈদ পালন করেছি। দেশে থাকলে ঈদের দিন সকালেই বাবা-মায়ের কবর জিয়ারত করে থাকি। এবার আর হলো না। মনটা ভীষণ খারাপ। ভাই-বোনকে মিস করছি। বোনের হাতের রান্না মিস করছি। সত্যি বলতে দেশের মানুষকে খুব মিস করছি। প্রবাসে পড়ে থাকলেও মনটা দেশে পড়ে আছে। সামনে বাঙালি প্রবাসীদের আয়োজনে পারফর্ম করব।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস উদযাপন করতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৩ এপ্রিল ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে প্রধান আকর্ষণ চিত্রনায়ক জায়েদ খান। ওইদিন জ্যাকসন হাইটসে ৩৭ অ্যাভিনিউয়ের ওপর দিয়ে ৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত এ প্যারেডের প্রস্তুতি নিয়েছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।
নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’। এর ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করছেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকেন। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে কাজ করছেন এই নায়ক।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়েও পারফর্ম করছেন জায়েদ খান।
আপনার মতামত লিখুন :