বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ধর্মীয় সংঘর্ষের অভিযোগ, সিনেমার প্রদর্শনী বন্ধের দাবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৫:৫১ পিএম

ধর্মীয় সংঘর্ষের অভিযোগ, সিনেমার প্রদর্শনী বন্ধের দাবি

ছবি: সংগৃহীত

গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দ্য সাবরমতী রিপোর্ট’-এর মতো এবার ‘এমপুরন’ ছবির প্রদর্শন বন্ধের দাবি উঠেছে।

 

ছবির বিরুদ্ধে কেরালা হাই কোর্টে মামলা করেছেন বিজেপি নেতা ভি ভি বীজেশ। তিনি দাবি করছেন, ছবিতে গোধরা কাণ্ড পরবর্তী ধর্মীয় সংঘর্ষের দৃশ্য তুলে ধরা হয়েছে, যা নতুন করে অশান্তি সৃষ্টি করতে পারে।

‘এমপুরন’ ছবিটি ২০২৫ সালের ২৭ মার্চ মুক্তি পায়। এটি ২০১৯ সালের ‘লুসিফার’-এর পরবর্তী ছবি।

ছবির মুক্তির পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। বিশেষত গুজরাত দাঙ্গার প্রেক্ষাপট নিয়ে। ছবির প্রধান অভিনেতা মোহনলাল বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে জানিয়েছেন, বিতর্কিত অংশগুলো সরিয়ে ফেলা হবে। তবে মামলাকারী বীজেশ মনে করেন, এটি শুধু দৃষ্টি আকর্ষণের জন্য।

তিনি অভিযোগ করেছেন যে ছবিতে এমন কিছু মন্তব্য রয়েছে, যা প্রতিরক্ষা মন্ত্রকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং এতে গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও, বীজেশ পরিচালক পৃথ্বীরাজ সুকুমারনের দিকে আঙুল তুলে বলেছেন যে, তিনি প্রায়ই এনডিএ সরকারকে আক্রমণ করেন। তিনি দুই প্রযোজকের বিরুদ্ধেও মন্তব্য করেছেন, যাদের বিরুদ্ধে ইডি তদন্ত করছে।

 

 

আরবি/শিতি

Link copied!