উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা। যুগের পর যুগ সংগীতের মাধ্যমে ভক্তদের মন জয় করেছেন, হয়েছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি। তার অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে তিনি সংগীত জগতের অন্যতম শ্রদ্ধেয় নাম।
সোমবার (৩১ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এই ফোনালাপে বাংলাদেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লার কথাও উঠে আসে।
শেহবাজ শরিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানান, তিনি ড. ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন এবং রুনা লায়লার নেতৃত্বে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’
আপনার মতামত লিখুন :