বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

‘দাগি শুধু সুপারহিট নয়, ব্লকবাস্টার হওয়ার পথে’: শাহরিয়ার শাকিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৪:১৭ পিএম

‘দাগি শুধু সুপারহিট নয়, ব্লকবাস্টার হওয়ার পথে’: শাহরিয়ার শাকিল

ছবি: সংগৃহীত

মুক্তির দুইদিন পরেই সুপারহিট হিসেবে দাগি সিনেমার সাফল্য ঘোষণা করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার প্রযোজক একটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, ‘তিনটি সিনেমা, তিনটি সুপারহিট। সুড়ঙ্গ, তুফান, এখন দাগি। হ্যাটট্রিক! তবে এটা কেবল শুরু।’

এ বিষয়ে শাহরিয়ার শাকিল আরও জানান, ‘দাগি শুধু সুপারহিট নয়, ব্লকবাস্টার হওয়ার পথে। আমি এটি তথ্যপ্রমাণসহ বলছি। আমাদের সিনেমার হাইপ দুই-এক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার মতো না। দেখবেন, দাগি কতটা দর্শকদের হৃদয়ে স্থায়ী দাগ কাটতে সক্ষম হয়।’

মুক্তির দুইদিন পরই সিনেমাকে সুপারহিট দাবি করলেন ‘দাগি’ প্রযোজক
ছবি: সংগৃহীত

দাগি সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন এবং এতে আফরান নিশো দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন। মুক্তির পর থেকেই সিনেমাটি সিনেপ্লেক্সে হাউজফুল যাচ্ছে, যা সিনেমার টিমকে বিশেষভাবে খুশি করেছে। মুক্তির পর পরই সিনেমার প্রযোজনা সংস্থা জানায়, ঈদের দিন থেকে সিনেমাটি ৩৪টি শো নিয়ে চলছিল মাল্টিপ্লেক্সে। একদিন পরেই তা আরও ১০টি শো বাড়ানো হয়েছে।

এই সিনেমায় নিশো ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু ও অন্যান্য অভিনেতারা।

 

আরবি/শিতি

Link copied!