বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৯:৫৬ পিএম

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

ফাইল ছবি

প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবার ঈদে সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। এ ছাড়া তার ও ছোট ছেলে বীরের জন্মদিন সব মিলিয়ে খোশ মেজাজে রয়েছেন অভিনেতা।

তবে পালা করে দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিয়েছেন তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী, যা দেখে অনুরাগীদের দাবি—ব্যক্তি জীবনেও ভারসাম্য রাখতে শিখে গেছেন শাকিব খান।

গত ২৮ মার্চ অভিনেতার জন্মদিন ছিল। শাকিবের ঘুম ভেঙেছে অনুরাগী, সহ-অভিনেতা, কাছের মানুষের শুভেচ্ছা বার্তায়।

সবাইকে পেছনে ফেলে দিয়েছে দুই সন্তান। আব্রাম ও বীর দুজনেই বাবাকে দুই রকমের কেক উপহার দিয়েছিল। 
রেড ভেলভেট কেক বড় ছেলের পছন্দ। কেকের ওপর সুন্দর করে লেখা, ‘হ্যাপি বার্থডে মাই কিং পাপা’। 

বাবার প্রতি ভালোবাসা শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। একটি ক্যানভাসে নিজের হাতে বাবাকে নিয়ে কিছু কথাও লিখে এনেছিল আব্রাম। সঙ্গে ছোট্ট হাতের আঁকিবুঁকি। স্বাভাবিকভাবেই দেখে খুশির জোয়ার শাকিবের মনে। বড় ছেলের সঙ্গে হাসিমুখে কেক কাটতে দেখা গেছে তাকে।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী অপু বিশ্বাস শেয়ার দেন।

বিবরণীতে লিখেছেন, সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এক অন্য রকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন। শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন।

একই দিনে কেক এনেছিল ছোট ছেলে বীরও। বাবা রুপালি পর্দার তারকা। তাই বীরের পছন্দ তারার আদলে বানানো সাদা-নীল রঙের কেক। তাকেও কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। কেকের ওপর বীরের লেখা,  ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’

বিশেষ এ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিয়ে বুবলী লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে। মনে হয় যেন এসকে মাস!’

প্রসঙ্গত, ২৩ মার্চ ছিল বীরের জন্মদিন। এদিন ছেলেকে নিয়ে গাড়ির আদলে তৈরি কেক কেটেছিলেন শাকিব খান। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছিলেন, ‘বাবা-ছেলের ভালোবাসা কোনো বাধা মানে না।’

আরবি/আবু

Link copied!