ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় নতুন করে ভাবতে বাধ্য করেছে টলিউডকে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমা ‘কিলবিল সোসাইটি’তে তিনি অন্যতম মুখ্য অভিনেত্রী। প্রথমবারের মতো এই নির্মাতার সিনেমায় কাজ করেছেন কৌশানী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সুযোগের বড্ড অভাব। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, একটা নির্দিষ্ট ধরনের কাস্টিং করার প্রবণতা রয়েছে এখানে। সৃজিতদার সিনেমাতে যেমন একই মুখ ঘোরাফেরা করে। যদিও ‘এক্স=প্রেম’ সিনেমাতে নতুন মুখ নিয়ে এসেছে সৃজিতদা, সেই কারণেই আমার একটা আফসোসের জায়গা রয়ে গিয়েছে। নয়টা বছর লেগে গেল আমার দিকে তাকাতে। পরিচালকেরা যদি আগে আমাকে আরও একটু সুযোগ দিত সিনেমাতে তা হলে হয়তো আরও ভালো ভালো কাজ করতে পারতাম।’
‘বহুরূপী’ সিনেমাটি যেন তাকে নতুন জন্ম দিয়েছে। এক আলাদা পরিচিতি তৈরি করেছে। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের হাত ধরেই নিজের অভিনেত্রী সত্তার পুনর্জন্ম হয়েছে বলেই জানিয়েছেন কৌশানী। তিনি বলেন, ‘ফোন না ধরা, সময় জ্ঞান না থাকা, রাত জেগে থাকা, দেরিতে ঘুম থেকে ওঠা, আমার বিষয়ে লোকে আগে যা যা জানত তার সঙ্গে এই আমার কোনো মিল নেই। নিজেকে বদলে ফেলেছি। এখন স্ক্রিপ্ট পেলেই নিজেকে সবদিক থেকে তৈরি করে ফেলছি যাতে আমাকে নিয়ে কারো কোনো অভিযোগ না থাকে। বেশি ফোকাস এখন কাজের প্রতি।’
কৌশানী জানান তার এই পুনর্জন্মেও সঙ্গী বনি সেনগুপ্ত। তিনি যখন নিজের সঙ্গে লড়াই করেছেন, খারাপ কাজ না করার সিদ্ধান্ত নিয়ে দিনের পর দিন বাড়িতে কাটিয়েছেন সেই সময় যেমন তার মনের মানুষ পাশে ছিলেন আজও তেমনভাবেই এই আনন্দের দিন, ক্যারিয়ারের সাফল্যও তাদের দূরে ঠেলবে না।
তার কথায়, ‘আমার ক্যারিয়ারের সাফল্যও ওকে দূরে সরিয়ে দেবে না। আমাদের সম্পর্কে ক্যারিয়ারের কোনো উত্থান পতন কোনো প্রভাব ফেলবে না।’ তবে এদিন কৌশানী জানান তিনি চান তার ক্যারিয়ারের মতোই বনির জীবনেও একটা টার্নিং পয়েন্ট আসুক। তিনি সেই জন্য একাধিক পরিচালকের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
ইন্ডাস্ট্রিতে নতুন মুখ স্থায়ী হচ্ছে না কেন, এমন প্রশ্নের উত্তরে কৌশানী বলেন, ‘পারিশ্রমিকের ক্ষেত্রে সমতা নেই। একজন অভিনেত্রীর কতটা পারিশ্রমিক পাওয়া উচিত, সেটাই তো নির্ধারিত নয়। আমি একাটা কাজ কম টাকার জন্য না করলে অন্য আরও দশ জন অভিনেত্রী অনেক কম টাকায় সেই কাজ করে দিতে রাজি হয়ে যাবেন, এই যে অসাম্য এটা তো কাজের মানকে নষ্ট করছে। এবার আমি যদি একা এটা নিয়ে আওয়াজ তুলি তা হলে কিছুই পরিবর্তন আসবে না। লাইম লাইটে থাকার জন্য যা পাব সেই সিনেমাই করব, এই ভুল ভাবনা থেকেও হারিয়ে যাচ্ছেন অনেকে।’
যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘আজকাল তো ইউটিবাররাও নিজেদের অভিনেতা বলে। কারণ অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের সিনেমার প্রচারের জন্য এই ইউটিউবারদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে। আমাদের জীবনে সমাজমাধ্যম এত বড় জায়গা নিয়ে নিয়েছে। মার্কেটিং পলিসিও বদলে গিয়েছে। এখন সকলেই অভিনেতা-অভিনেত্রী!’
আগামী ১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’। মৃত্যুঞ্জয় করের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আত্মহত্যাপ্রবণ মহিলা পূর্ণার চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। এ ছাড়াও অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু-সহ আরও অনেকে। রয়েছে একঝাঁক ক্যামিও রোল। যা আগে ‘হেমলক সোসাইটি’তেও ছিল।