বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

প্রতিটি শো হাউসফুল যাচ্ছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ১০:১৫ পিএম

প্রতিটি শো হাউসফুল যাচ্ছে

চিত্রনায়িকা তমা মির্জা

অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের দ্যুতি, দর্শকপ্রিয়তার তিল পরিমাণ ঘাটতি নেই চিত্রনায়িকা তমা মির্জার। তবুও কাজ করেন বেছে বেছে। ‘সুড়ঙ্গ’ মুক্তির দুই বছর পর ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন তমা। তার সিনেমার সঙ্গে আরও পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে রয়েছে বড় তারকা শাকিব খানের দুটি সিনেমা। তবে তাতে চাপ অনুভব করছেন না এই নায়িকা।

তার ভাষায়, ‘বড় বাজেট কিংবা ছোট বাজেট এটি মুখ্য বিষয় না। সবচেয়ে আনন্দের বাপার হলো এবার ঈদে বেশ ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকরাও পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাগুলো দেখছে। আসলে ঈদ তো একটা উৎসব আর এই উৎসবে চাপ কিংবা প্রতিযোগিতা থাকা উচিত নয়। কোনো ধরনের নোংরামিতে না গিয়ে সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করা উচিত।’

দাগি’র দর্শক সাড়া প্রসঙ্গে তমা বলেন, ‘আলহামদুল্লিলাহ, ঈদের দিন থেকেই প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। দর্শকরাও ভালো ভালো রিভিউ দিচ্ছে আমাদের সিনেমা নিয়ে। পাশাপাশি সবচেয়ে খুশির ব্যাপার হলো দর্শকদের চাপে দাগির শো সংখ্যাও কিন্তু ইতোমধ্যে বেড়েছে। এটা সিনেমার জন্য ইতিবাচক। কারণ, দর্শক পছন্দ না করলে শো বাড়ত না। সবাই বাংলা সিনেমার সঙ্গে থাকুন, বাংলা সিনেমা দেখুন।’

শিহাব শাহীনের পরিচালনায় সিনেমাটিতে তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এটি নিশোর সঙ্গে তমার দ্বিতীয় সিনেমা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!