ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

যে কারণে উতলা রাশমিকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এখনো ৩০ বছরে পা দেননি, তবুও অল্প সময়েই চলচ্চিত্র জগতে দারুণ সাফল্য অর্জন করেছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।

আল্লু অর্জুন, সালমান খান, রণবীর কাপুরের মতো শীর্ষ তারকাদের সঙ্গে ইতিমধ্যেই পর্দা ভাগ করেছেন রাশমিকা। আসছে ৫ এপ্রিল তিনি ২৯ বছরে পা দেবেন। আর জন্মদিনের মাসের শুরুতেই তার মধ্যে নতুন এক উপলব্ধি তৈরি হয়েছে।

অনেকেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মদিন উদযাপনের আগ্রহ কমে যায়। কিন্তু রাশমিকার ক্ষেত্রে ঠিক উল্টো! তিনি বলেছেন, এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত! অনেকেই বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জন্মদিন উদযাপনে আগ্রহ কমে যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই হয়নি। বরং বয়স যত বাড়ছে, আমি তত বেশি জন্মদিন উদযাপনে উচ্ছ্বসিত হচ্ছি।’

তিনি আরও বলেন, বিশ্বাসই হচ্ছে না যে আমি এরই মধ্যে ২৯-এ পা দিলাম। আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম, সেটাই আমার কাছে উদযাপনের সবচেয়ে বড় কারণ!’

সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। যদিও সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি, তবুও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

 

এখন দেখার অপেক্ষা, জন্মদিনের মাসে রাশমিকা মান্দানা ভক্তদের জন্য কী চমক নিয়ে আসছেন!