দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে ঝড় তোলার পর এবার ‘জাট’ সিনেমায় সানি দেওলের সঙ্গে ‘টাচ কিয়া’ আইটেম গানে মাতাচ্ছেন উর্বশী রাউতেলা। বলিপাড়ায় গুঞ্জন, উর্বশী কি শুধু প্রবীণ অভিনেতাদের সঙ্গেই পর্দা ভাগ করতে ভালোবাসেন?
তবে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য— নিজেও নাচব, দর্শকদেরও নাচাব; শুধু ‘টাচ’ করব, আর তাতেই আগুন জ্বলবে!
বুধবার (২ এপ্রিল) প্রকাশিত হয়েছে সানি দেওল অভিনীত ‘জাট’ সিনেমার ‘টাচ কিয়া’ গান। গানের প্রথম পঙ্তিতেই উর্বশীর প্রতিশ্রুতি— ‘দিল তুঝকো হি দুঙ্গা।’ স্বল্পবসনায় লাস্যময়ী এই অভিনেত্রীর উপস্থিতি দেখেই বলিউডে শুরু হয়েছে আলোচনা।
মধুবন্তী বাগচী ও শহিদ মাল্য-এর কণ্ঠে এবং কুমারের লেখায় এই গান ইতিমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে। সিনেপ্রেমীদের মতে, ‘ডাকু মহারাজ’-এর মতোই এবারও নজরকাড়া নাচ দেখিয়েছেন উর্বশী। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে , আবারও আগের মতো ছবি মুক্তির সময় উর্বশীর গানে কাঁচি পড়বে না তো?
সিনেপ্রেমীদের ধারণা, ‘টাচ কিয়া’ গানের হাত ধরে ‘জাট’ বক্স অফিসে কেমন পারফর্ম করবে সেটাই দেখার বিষয়। তবে উর্বশীর গানের দৃশ্য সিনেমার মূল কাহিনিতে প্রভাব ফেলবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
গোপীচাঁদ মালিনেনি পরিচালিত ‘জাট’ সিনেমায় সানি দেওল ছাড়াও রয়েছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, রেজিনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের ও স্বরূপা ঘোষ। ১০ এপ্রিল মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এখন দেখার অপেক্ষা, উর্বশীর ‘টাচ কিয়া’ আসলেই কেমন প্রভাব ফেলে বক্স অফিসে!
আপনার মতামত লিখুন :