শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

মস্কো চলচ্চিত্র উৎসবে ১১টি সিনেমার একটি বাংলাদেশের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:১৫ পিএম

মস্কো চলচ্চিত্র উৎসবে ১১টি সিনেমার একটি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র আবারও জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। আসন্ন ৪৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।

এ বছর মস্কোতে এই চলচ্চিত্র উৎসব ১৭ এপ্রিল শুরু হয়ে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। এবারের আসরে বাংলাদেশসহ রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১টি সিনেমা মূল প্রতিযোগিতায় লড়বে।

 

নূরুজ্জামান জানান, ‘মাস্তুল’ মস্কোর প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ায় তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘উৎসব কর্তৃপক্ষ আগেই ই-মেইলে বিষয়টি নিশ্চিত করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণাটি দেওয়া হলো। এই আনন্দ সবাইকে জানাতে ভালো লাগছে!’

দেশে ২৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ‘মাস্তুল’ মুক্তির অনুমতি পেয়েছে। সব বয়সের দর্শকের জন্য উপযোগী এই সিনেমায় জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল এবং শিশুশিল্পী আরিফ।

 

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসরে ‘মাস্তুল’ কতদূর এগোয়, সেটাই এখন দেখার অপেক্ষা!

আরবি/শিতি

Link copied!