শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

নতুন বিতর্কের মুখে ‘লাপাতা লেডিজ’!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:৪১ পিএম

নতুন বিতর্কের মুখে ‘লাপাতা লেডিজ’!

ছবি: সংগৃহীত

অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্বকারী সিনেমা ‘লাপাতা লেডিজ’ এবার নতুন বিতর্কের মুখে পড়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে অভিযোগ— সিনেমাটির মূল ভাবনা এবং বেশকিছু দৃশ্য ২০১৯ সালে মুক্তি পাওয়া ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত।

গত বছরের অক্টোবর থেকে পরিচালক কিরণ রাও ও প্রযোজক আমির খান আন্তর্জাতিক দর্শকদের জন্য ছবির প্রচার শুরু করেন।

মুক্তির পর প্রশংসা পেলেও, নেটিজেনদের একাংশ দাবি করছে, ফ্র্যাব্রিস ব্র্যাক পরিচালিত ‘বোরখা সিটি’র সঙ্গে সিনেমার গল্পের উল্লেখযোগ্য মিল রয়েছে। এমনকি কিছু দৃশ্য নাকি হুবহু অনুকরণ করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এটাই প্রথম নয়, এর আগেও ভারতীয় পরিচালক মহাদেবন অভিযোগ তুলেছিলেন যে, তার চলচ্চিত্র ‘ঘুঙ্গট কে পট খোল’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাপাতা লেডিজ’ নির্মাণ করা হয়েছে। তবে তখন কিরণ রাও অভিযোগটি অস্বীকার করে বলেছিলেন, তিনি মহাদেবনের কাজ দেখেননি।

নারীর ক্ষমতায়ন ও পিতৃতন্ত্রের বাঁধা নিয়ে নির্মিত ‘লাপাতা লেডিজ’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছে। কিন্তু নতুন এই বিতর্ক নিয়ে কিরণ রাও বা আমির খান এখনো কোনো মন্তব্য করেননি। 

 

তাদের এই নীরবতাই দর্শকদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে— আসলেই কি সিনেমাটি মৌলিক নাকি কোনো বিদেশি কনসেপ্টের পুনরাবৃত্তি?

আরবি/শিতি

Link copied!