দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহসাই চেনা ছন্দে আর ফিরছেন না তিনি। বিয়ে করে সংসারী হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। স্বামী ও সন্তান নিয়েই তার এখনকার ব্যস্ততা। নতুন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজধানীর ধানমণ্ডিতে বসবাস করছেন পপি। পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন তিনি।
পপি বলেন, ‘আগের মতো তো এখন আর আমাদের ঈদ নেই। বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দও হারিয়ে গেছে। বরাবরের মতো স্বামী আদনান উদ্দিন কামালের পরিবারের সঙ্গে ঈদ কাটছে। তবে শৈশবের ঈদ খুব মিস করি। নতুন জীবনে পরিবার নিয়ে খুব ভালো আছি।’
করোনা মহামারির পর থেকেই আড়ালে রয়েছেন পপি। শোবিজ সংশ্লিষ্টদের সঙ্গে ছিল তার যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝে নিজের মা-বোনের সঙ্গে দ্বন্ধে জড়িয়ে আলোচনায় আসেন। এরপর বিয়ে ও সন্তানের কথা স্বীকার করেন তিনি।
গত ৩ ফেব্রুয়ারি পপির বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন তার বোন ফিরোজা পারভীন। একই থানায় মা-বোনের নামেও সাধারণ ডায়েরি করেছেন পপি। নিজের জমি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে মা-বোনের নামে মামলা করতেও প্রস্তুত পপি।
আপনার মতামত লিখুন :