শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। গান নিয়েই তার সব ব্যস্ততা। গত চার বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে তার গাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের গান। পাশাপাশি সারাদেশে স্টেজ শোও করে চলেছেন তিনি। ‘ও প্রিয়তমা’ খ্যাত গায়িকার গাওয়া মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার ‘মায়াবী’ গানটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
শিরোনামের গানটিতে কোনালের সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন সময়ের আরেক জনপ্রিয় শিল্পী ইমরান। তাদের গাওয়া গানটিতে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইধিকা পাল।
ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পেয়েছে। আলোচনার শীর্ষে রয়েছে ‘বরবাদ’ সিনেমা ও এর গান। ‘মায়াবী’ গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনালের ভূয়সী প্রশংসা করছেন সহকর্মী থেকে শুরু করে নেটিজেনরা।
এমন সাড়ায় উচ্ছ্বসিত এই গায়িকা। তিনি বলেন, ‘মায়াবী গানটি শ্রোতারা এত পছন্দ করছেন তাদের কাছে আমার অনেক কতজ্ঞতা। গানটি সব ধরনের শ্রোতারা পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার প্রিয় অনেকেই গানটি পোস্ট করে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। গানটি নিয়ে টিকটক ও রিলস তৈরি হচ্ছে। এই গানটির জন্য মেগাস্টার শাকিব খান, নির্মাতা মেহেদী হাসান হৃদয়, গানের সহশিল্পী ইমরানসহ পুরো টিমের কাছে কৃতজ্ঞতা।’
ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে প্লেব্যাকসহ সব ধরনের গানে কণ্ঠ দিয়ে নিজেকে সংগীত জগতের অনন্য উচ্চতায় উপবিষ্ট করেন কণ্ঠশিল্পী কোনাল। দুই বছর আগে তার গাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানটি ইউটিউবে ভিউয়ের রেকর্ড গড়ে।
কোনালের কথায়, ‘গানকে আমি সুরের সাধনা হিসেবে নিজের অন্তরে ধারণ ও লালন করি। গানই আমার জীবন। গানের ক্ষেত্রে আমার সব সময় চেষ্টা থাকে সুস্থ কথা ও প্রকৃত বাংলার সুরে আমাদের দেশ ও মানুষের ছায়াসমৃদ্ধ গান সৃষ্টি করার। হয়তো তা কিছুটা পেরেছি। তবে এর শতভাগ সাফল্যের জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাব।’