নব্বই দশকের জনপ্রিয় শিল্পী জেনস সুমন। এবারের ঈদে মুক্তি পেয়েছে এই গায়কের নতুন গান ‘সুস্মিতা’। স্যামুয়াল হকের কথায় এবং মেহেদীর সুর ও সংগীতে জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে গানটি। পহেলা এপ্রিল জি সিরিজ-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী জেনস সুমন।
তিনি বলেন, ‘এই গানটা গতানুগতিক ধারা থেকে একটু আলাদা গান। স্যামুয়াল হকের লেখায় অনেক সুন্দর সুর ও কম্পোজিশন করেছেন মেহেদী। আসলে প্রেমের ব্যর্থতা মানেই যে সব শেষ, তা নয়। নতুন করে জীবনকে ভালোবাসার কথামালা নিয়ে সাজানো হয়েছে গানের কথা।’
বলা দরকার, ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে ‘একটা চাদর হবে’ গানের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জেনস সুমন। তারপর স্ব-অভিমানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় গান থেকে নিজেকে দূরে রাখেন। এরপর অভিমান ভেঙ্গে দীর্ঘ বিরতির পর আবার নিয়মিত গানে ফেরেন এই শিল্পী।
সামনে আসছে তার আরও বেশ কয়েকটি নতুন গান। নব্বই দশকের এই জনপ্রিয় শিল্পী নতুন ধারার গান করে বাংলা গানের ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখতে চান।
আপনার মতামত লিখুন :