ভারতের দক্ষিণী সিনেমায় বর্তমানে সবচেয়ে আলোচিত নামটি হলো আল্লু অর্জুন। বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমাটির পর এই তারকার খ্যাতি আকাশ ছুঁয়েছে। এবার নতুন করে আলোচনায় এসেছে আল্লু অর্জুনের নাম। মূলত জ্যোতিষির পরামর্শে নাম পরিবর্তন পরিবর্তন করার জন্যই আলোচনায় এসেছেন তিনি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে অভিনেতা তাঁর নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‘ইউ’ এবং দুটি ‘এন’ অক্ষর যুক্ত করার কথা বিবেচনা করছেন!
এর আগেও বলিউডের অনেক তারকাই সংখ্যাতত্ত্ব অনুসারে তাঁদের নাম পরিবর্তন করেছেন। বিশেষ করে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা নিজেদের নাম পরিবর্তন করে ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন।
তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি আল্লু অর্জুন।
উল্লেখ্য, সম্প্রতি আল্লু অর্জুন অভিনিত ‘পুষ্পা’ সিরিজের দু’টি সিনেমায় ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৮ সালে।
আপনার মতামত লিখুন :