‘মীম সে মহব্বত’ নাটকে জুটি বেঁধে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পাকিস্তানের দুই তারকা আহাদ রাজা মীর ও ড্যানীর মবীন। পর্দার জনপ্রিয়তার পর এই জুটি বিয়ের সম্পর্কে জড়িয়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল।
সেই গুঞ্জন ক্রমেই ডালপালা মেলতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ড্যানীর মবীন।
‘মীম সে মহব্বত’ নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মীর-ড্যানীর জুটি। প্রতিটি পর্বের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির প্রশংসা করছেন। দুই তারকার একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলিও শেয়ার দিচ্ছেন।
যা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছেন। এই জুটির রসায়ন নিয়েও গুজব ছড়িয়ে পড়েছে।
সেই গুঞ্জনে কদিন আগে ঘি ঢেলেছেন আহাদের মা ও বাবা। আহাদের মা সামরা রাজা মীর ড্যানীরের জন্য মাংস রান্না করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
অন্যদিকে আহাদের বাবা আসিফ রাজা মীর ড্যানীর স্নাতক হওয়ার পর তার জন্য মালা নিয়ে এসেছিলেন।
এই স্নেহময় মুহূর্তগুলির সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই জুটি নিয়ে গুঞ্জন আরও বাড়তে থাকে।
তবে সেই গুঞ্জন আর বাড়তে দিলেন না ড্যানীর। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। বলেন, ‘আমি একজন অভিনেত্রী।
আমি যে চরিত্রগুলিতে অভিনয় করি তার প্রতি মানুষের ভালোবাসা আমার জন্য আনন্দের। তবে, আমি অনুরোধ করতে চাই যেন আমার ব্যক্তিগত জীবন আমার পর্দার চরিত্রগুলি থেকে আলাদা রাখা হয়।
আমি কেবল একটি ভূমিকা পালন করছি এখানে। আমার বাস্তব জীবন এর থেকে সম্পূর্ণ ভিন্ন।’