গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) জিডি করেছেন পিংকি আক্তার।
ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এ প্রসঙ্গে জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে নায়িকা কলকাতায় অবস্থান করছেন।