শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

গৃহকর্মীর অভিযোগের কোনো সত্যতা নেই: পরীমণি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৫:২৪ পিএম

গৃহকর্মীর অভিযোগের কোনো সত্যতা নেই: পরীমণি

পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) তিনি এ অভিযোগ করেছেন।

তবে গৃহকর্মীর অভিযোগ সত্য নয় জানিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে পরীমণি বলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’

অভিযোগকারী বাসায় কাজ করত কি না জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ। ঠিকমতো হাঁটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’

আক্ষেপ করে পরীমণি বলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!