ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

যে কারণে মনোজ কুমারের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত

বলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা মনোজ কুমার আর নেই। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

অবশেষে শুক্রবার (৪ এপ্রিল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মনোজ কুমারের মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেতাই ছিলেন না বরং বলিউডে একটি অনন্য স্টাইল ও ধারা তৈরি করেছিলেন যার প্রভাব আজও রয়ে গেছে।

মাত্র ৩৫টি সিনেমা করেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন ‘দেশভক্ত’ নায়করূপে। যিনি দেশপ্রেমকে বারবার পর্দায় ফুটিয়ে তুলেছেন।

তবে তার জীবন ও কর্মজীবনে কিছু আলোচিত ঘটনা রয়েছে, যার মধ্যে অন্যতম বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ঘটে যাওয়া এক বিতর্ক।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবির একটি দৃশ্যে শাহরুখ খানকে মনোজ কুমারের স্টাইলে হাতে মুখ ঢেকে সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করতে দেখা যায়। সেই দৃশ্য দেখে মনোজ কুমার ক্ষুব্ধ হন।

তিনি মনে করেন, এটি ছিল তার প্রতি একটি ব্যঙ্গাত্মক ইঙ্গিত। প্রবীণ এই অভিনেতা তৎক্ষণাৎ নির্মাতার সঙ্গে যোগাযোগ করে দৃশ্যটি বাদ দেওয়ার অনুরোধ জানান। ফারহা খান পরে সেই অনুরোধ মেনে ভারতে মুক্তিপ্রাপ্ত সংস্করণে দৃশ্যটি বাদ দেন।

তবে ততদিনে মনোমালিন্যের সূচনা হয়ে গেছে। পরে শাহরুখ খান নিজে ফোন করে মনোজ কুমারের কাছে ক্ষমা চান। মনোজ কুমারও উদারতার সঙ্গে সেই ক্ষমা গ্রহণ করেন। তিনি বলেন, ঠিক আছে বাবা, এ আর এমন কী ঘটনা?

কিন্তু এখানেই শেষ নয়। ২০১৩ সালে ‘ওম শান্তি ওম’ ছবিটি যখন জাপানে মুক্তি পায়, তখন সেখানে দৃশ্যটি কোনো কর্তন ছাড়াই প্রদর্শিত হয়। এতে মনোজ কুমার আবারও রাগান্বিত হন এবং এইবার সরাসরি আইনি পথে হাঁটেন। তিনি শাহরুখ খান ও এরোজ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেন।

শাহরুখ ক্ষমা চেয়েছিলেন কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি একেবারেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘ আইনি টানাপড়েনের পর যখন দেখা যায় শাহরুখ বা নির্মাতা পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া বা ক্ষমা প্রকাশ করা হচ্ছে না তখন মনোজ কুমার নিজেই মামলা প্রত্যাহার করে নেন।