প্রায়ই নানা সময়ে আলোচনা-সমালোচনার তুঙ্গে থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার নিজের জীবনের আসল ‘বস’ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শ্রাবন্তী।
এ বিষয়ে অবশ্য বাবা-মাকেই তালিকায় উপরের দিকে রেখেছেন শ্রাবন্তী। বললেন, ‘আমার জীবনে বস সত্যি বলতে আমার বাবা-মা। তারা যদি জন্ম না দিতেন, তা হলে পৃথিবীর এত সৌন্দর্য আমি দেখতে পেতাম না।’
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘আমার বস’-এ দারুণ অভিজ্ঞতার কথা জানালেন শ্রাবন্তী।
অভিনেত্রী বলেন, অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলাম কবে উইন্ডোজের সঙ্গে কাজ করব। সেই সুযোগটা অবশ্যই শিবুদা-নন্দিতাদি আমাকে দিয়েছেন। ‘আমার বস’ সত্যিই এমন একটি মা ছেলের গল্প, যা মানুষ নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারবেন। আমার জন্য এই সিনেমাটি অত্যন্ত স্পেশাল। সবচেয়ে বড় কথা নতুন একটা পরিবার পেয়েছি। তাই এই পরিবারের সঙ্গে আমি থাকতে চাই।
অনেকেরই কিন্তু মনে প্রশ্ন জাগে, শ্রাবন্তী কার বস? অভিনেত্রী বলেন, বাড়িতে আমার যে ভাইরা আছে, তাদের বস। তবে ঠিক বস নই। ওরা সবাই আমার আপনজন।
ছেলেকে কি খুব কড়া শাসনে রাখেন শ্রাবন্তী? প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, না না। বরং, উল্টোটা। ছেলেই এখন আমার বস হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন :