ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে ‘ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ১৮ ১৯ এপ্রিল কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনেট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫আয়োজন করেছে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এবং ফিল্ম স্টার ক্লাব। ফেস্টিভ্যালে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, সম্মাননা প্রদান এবং বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে। 

ফেস্টিভ্যালেসুন্দরী মিস বাংলাদেশ’, ‘লড়াকু’, ‘মাস্টার সামুরাই’, ‘পেশাদার খুনী’, ‘কোটি টাকার কাবিন’, ‘আম্মাজানসহ বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ফেস্টিভ্যাল সফল সার্থক করার জন্য চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান, বেলায়েত হোসেন বাবলু, মঞ্জুর হোসেন ঈসাকে কো-চেয়ারম্যান সাংবাদিক হাফিজ রহমানকে সদস্য সচিব করে ফেস্টিভ্যাল উৎযাপন কমিটি গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে চলচ্চিত্র সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বরেণ্য সাংবাদিক আবদুর রহমানকে এবং প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার, সাংবাদিক ফজলুল হককে (মরণোত্তর) আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।