ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

‘স্কুইড গেম’র অভিনেতাকে কারাদণ্ড দিয়েছে আদালত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া দক্ষিণ কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর ‘ওহ ইল-নাম’ চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয় জিতে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও ইয়াং সু। তবে এবার তিনি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। যৌন হেনস্তার মামলায় দোষী সাব্যস্ত হয়ে এক বছরের কারাদণ্ড পেয়েছেন ৮০ বছর বয়সী এই অভিনেতা।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ও এনডিটিভির খবরে বলা হয়, ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি আদালত এ রায় ঘোষণা করেছে। যদিও মামলার শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ও ইয়াং সু।

তিনি আদালতে বলেন, ইচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তার।

রায়ের পর ২০২৪ সালের শুনানিতে আদালত জানায়, অভিজ্ঞ থিয়েটার শিল্পী হয়েও ও ইয়াং সু তার অবস্থান ও ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রসিকিউশন দাবি করে, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও আতঙ্কে ভুগছেন। আদালত অভিনেতার ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন।

রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ও ইয়াং সু। তিনি জানান, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। বিষয়টি নিয়ে বেশি আলোচনায় যেতে চাই না, তাই আগেই অভিযোগকারীর কাছে ক্ষমা চেয়েছিলাম।

‘স্কুইড গেম’-এ ১ নম্বর প্রতিযোগী ওহ ইল-নামের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ও ইয়াং সু আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। এই চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন, যা দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের জন্য ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত।

তবে এই মামলার রায় তার দীর্ঘ ও প্রশংসিত অভিনয় জীবনে একটি দুঃখজনক অধ্যায় যোগ করেছে। তার ভক্ত ও অনুসারীরা এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।