ফ্যাসিস্ট জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। সেখানে তিনি উল্লেখ করেছেন গণহত্যার বিপক্ষে গিয়ে গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে আনীত ভিত্তিহীন ভিডিও বানানো হয়েছে জানিয়ে সুনাম নষ্টের অপপ্রচেষ্টার দায়ে মানহানি মামলা দায়ের করবেন বলে সতর্ক করেছেন। ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া ফেসবুকে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন এই নায়িকা।
কেন আমাকে নিয়ে এই ফ্যাসিস্ট জড়ানো মিথ্যাচার, প্রশ্ন রেখে স্ট্যাটাসে আইরিন লেখেন, অতি সম্প্রতি নাগরিক টিভিতে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আমাকে নিয়ে যে, আমি নাকি বিগত ফ্যাসিবাদ সরকারের কুখ্যাত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলাম এবং তাদের পক্ষে কাজ করেছি। অথচ গোটা আন্দোলনের সময়েই নানাভাবে আমি আন্দোলনের পক্ষেই সোচ্চার ছিলাম। সরকারের নির্বিচার গণহত্যার বিরুদ্ধে।
নিজেকে নিরপেক্ষ দাবি করে আইরিন বলেন, আমি তো কোনো রাজনৈতিক দলের সাথেই কখনও সম্পৃক্ত নই। ছিলামও না। অতএব যে বা যারাই আমাকে নিয়ে এমন ভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
যোগ করে আইরিন বলেন, ‘আলো আসবেই’ গ্রুপে আমার কোনো সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ যদি উপস্থাপন করতে না পারে তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে আমার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং দুঃক্ষ প্রকাশ করতে হবে। অন্যথায় আমি নাগরিক টিভি নামক ইউটিউব চ্যানেল সহ সংশ্লিষ্ট সবার নামে আমার সুনাম নষ্টের এই অপপ্রচেষ্টার দায়ে মানহানি মামলা দায়ের করব।