বলিউড অভিনেত্রী সারা আলি খান সম্প্রতি কামাখ্যা দেবীর দর্শনে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছেন। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান আগেও বিভিন্ন মন্দিরে পুজো পাঠ করেছেন, তবে এবার তিনি নবরাত্রি উপলক্ষে আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে গিয়ে দর্শন করেন।
গুয়াহাটিতে সাদা পোশাক পরিহিত সারা আলি খান মন্দিরে পুজো পাঠের সময় কপালে লাল সিঁদুর পরেছিলেন এবং সাদা চুড়িদার ও ওড়নায় মাথা ঢেকেছিলেন। এই ছবি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিছু ভক্ত সারাকে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন, তবে অন্যরা তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আল্লাহ এভাবে খুশি হবেন না। অন্যদিকে, একজন অভিনেত্রীকে তার নাম পরিবর্তন করে সীতা রাখার পরামর্শ দিয়েছেন।
এই ঘটনার পর সারা আলি খানকে ধর্মীয় চেতনা এবং ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে ভারসাম্য রাখতে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।