বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’- ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তবে এবার সিনেমাটির প্রযোজক দীনেশ বিজনের ওপর বেজায় চটেছেন শ্রদ্ধার অনুরাগীরা।
সম্প্রতি, ছবির পরিচালক অমর কৌশিক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, দীনেশ বিজনের মতে, শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন এবং এই কারণেই তাকে ‘স্ত্রী’ সিনেমায় কাস্ট করা হয়েছিল।
কোমল নাহাটার সঙ্গে এক সাক্ষাৎকারে অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিং (কৃতিত্ব) পুরো দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন এবং তিনি বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে এসে বলেন যে, অমর শ্রদ্ধা বলে যে মেয়েটি আছে, সে পুরো ডাইনির মতো হাসে। দুঃখিত শ্রদ্ধা। তিনি এমনই কিছু বলেছিলেন। শব্দটা ডাইনি-ই ছিল, নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই। তাই তার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে দেখা হলে, প্রথমেই আমি তাকে হাসতে বলেছিলাম।’
এই মন্তব্যে শ্রদ্ধার ভক্তরা বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সামাজিক মাধ্যমে তারা তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অনেকেই তাদের মন্তব্যে অভিযোগ করেছেন, শ্রদ্ধার কাজ এবং অভিনয়ের প্রশংসা করার বদলে, দীনেশ ও অমর তার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনি তার নামে ছবির প্রচার করলেন, কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাকে নিয়েই মশকরা করছেন।’ একইসঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে কথা বলছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘জঘন্য মানসিকতা। এদের নামে মামলা করা উচিত।’
‘স্ত্রী ২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে প্রায় ৫৯৭ কোটি রুপি ব্যবসা করেছে এবং এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা। শ্রদ্ধার এ সিনেমা বাণিজ্যিকভাবে সফল এবং প্রশংসিত, তবে তার ওপর এমন ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :