ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

প্রথমবার মিশরে আর্শিয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:০৯ পিএম
আর্শিয়া আলম। ছবি: সংগৃহীত

চলতি প্রজন্মের গ্ল্যামারাস উপস্থাপিকা আর্শিয়া আলম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখলেও তিনি থিতু হয়েছেন উপস্থাপনায়। যমুনা টেলিভিশনেশোবিজ টুনাইট’, ‘ছুটির রাতে লাইভসুন্দরের স্বপ্নেনিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি  করপোরেট শো সঞ্চালনা করেন আর্শিয়া। সে ধারাবাহিকতায় এবারই প্রথম মিশরের কায়রো যাচ্ছেন গ্ল্যামার গার্ল। আসছে ১০ এপ্রিল কায়রোতে কাই অ্যালটেক গ্রুপের ডিলার সম্মেলন সঞ্চালনা করবেন তিনি।

উচ্ছ্বসিত আর্শিয়া বললেন, ‘প্রথমবার মিশরে অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব ভালো লাগার বিষয় অবশ্যই। আমার সঞ্চালনায় দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা থাকবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে পারফর্ম করবেন মিশরের শিল্পীরা। এমন একটি আয়োজনে সুযোগ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আর্শিয়া যোগ করে আরও বলেন, ‘আমার আরও কয়েকটি আন্তর্জাতিক শো নিয়ে কথা চলছে। শিগগিরই বিস্তারিত জানাতে পারব।’

জানা গেছে, ডিলার সম্মেলন শেষে ১৩ এপ্রিল দেশে ফিরবেন আর্শিয়া।

বিনোদন লাইফস্টাইল শো নিয়ে ব্যস্ততা থাকলেও আর্শিয়ার ভালোবাসা স্পোর্টসে। তিনি বলেন, ‘আমার স্পোর্টস নিয়ে আগ্রহ প্রচুর। আমি খেলা বুঝি। ভবিষ্যতে স্পোর্টস শো করার ইচ্ছে আছে।’

প্রসঙ্গত, ২০১৯ সালে চ্যানেল নাইনে শো মাধ্যমে উপস্থাপনা শুরু করেন আর্শিয়া। এরপর বিভিন্ন চ্যানেলে কাজের পর ২০২১ সালে যমুনা টেলিভিশনে যুক্ত হন তিনি।