বাড়ি সংস্কারের জন্যই ‘মান্নাত’ ছেড়ে সপরিবারে নতুন একটি ভাড়া বাসায় উঠেছেন বলিউড কিং শাহরুখ খান।
জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ।
এ খবর নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দু’বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।
আরও এক প্রতিবেদনের মতে, চারতলার ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে ২৪ লাখ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আপনার মতামত লিখুন :