শাহরুখ খানের বয়স তখন ১৮ বছর। সেই বয়সে তিনি প্রেমে পড়েছিলেন গৌরী ছিব্বারের। তবে শাহরুখ মুসলিম, গৌরী হিন্দু এই ধর্মীয় পার্থক্য তাদের সম্পর্কের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে এটা তারা দুজনেই বুঝেছিলেন।
তাই শুরুতে সম্পর্কের কথা পরিবারের কাছে জানানি কেউই।
কিন্তু বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর সমস্যা শুরু হয়। পরিবার কীভাবে মেনে নেবে, সেটা তারা বুঝে উঠতে পারছিলেন না গৌরীর। তখন গৌরী একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমরা শাহরুখের নাম পাল্টে দিয়েছিলাম। নতুন নাম রেখেছিলাম ‘অভিনব’। ও খুব লাজুক আর ছেলেমানুষ ছিল।’
এছাড়া, শাহরুখ তার বিয়ের ঠিকানা জানানোর বদলে বন্ধুর ঠিকানা ব্যবহার করেন। কারণ তিনি জানতেন, যদি বিয়ের সিদ্ধান্ত জানিয়ে দেন তা হলে তা খবর হয়ে যাবে। তবে, বিয়ের পরেও সমাজে নানা আলোচনা শুরু হয় এবং তার বন্ধুর বাড়িতে বিক্ষোভের ঘটনা ঘটে, যেখানে ইঁটপাটকেলও ছোঁড়া হয়।
তবে এসব বাধা সত্ত্বেও, শাহরুখ-গৌরীর বিয়ে হয়ে যায়। বিয়ের আগে কেউ ধর্ম পরিবর্তন করেনি। শাহরুখ এখনও মুসলিম, গৌরী হিন্দু। তারা তাদের বাড়ি `মান্নাত`-এ হিন্দু ও ইসলাম দুই ধর্মেরই রীতিনীতি পালন করেন। তাদের সন্তানদের বড় করেছেন ধর্ম নয়, মূল্যবোধকে সামনে রেখে। শাহরুখ একবার বলেছিলেন, ‘আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু, আর আমাদের সন্তানেরা ভারতীয়।’