বহুদিন ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে চর্চা তুঙ্গে। গত বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল, দীর্ঘদিনের এই তারকা দম্পতি নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এখনও পর্যন্ত গোবিন্দ এ বিষয়ে মুখ না খুললেও, সুনীতাকে একাধিকবার এই বিষয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে। কখনও তিনি বলেছেন, সন্তানদের নিয়ে আলাদা থাকেন।
আবার কখনও অভিযোগ করেছেন, স্বামীর জীবনে অন্য নারীর উপস্থিতি রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গোবিন্দর মতো স্বামী আর চাই না।’
এমন বক্তব্যে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
তবে সম্প্রতি মুখ খুলে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন সুনীতা। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ভৌ-ভৌ করে। আমি বা গোবিন্দ কেউই যদি বিচ্ছেদ নিয়ে কিছু না বলি তাহলে আপনারা এসব গুজবে কান দেবেন না।’
উল্লেখ্য, সম্প্রতি ষাটে পা দেওয়া গোবিন্দর সঙ্গে এক অর্ধেক বয়সী মারাঠি অভিনেত্রীর ঘনিষ্ঠতার গুজব ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এই সম্পর্কের কারণেই তাদের দাম্পত্যে সমস্যা দেখা দিয়েছে। নেটিজেনরা অনেকে মনে করেন, সুনীতা এখন আর গোবিন্দর সঙ্গে এক ছাদের নিচে থাকেন না।
অতীতে গোবিন্দর রাজনৈতিক প্রচারের সময় গুলিবিদ্ধ হওয়া এবং অসুস্থ হয়ে পড়াও এই দম্পতির জীবনকে ঘিরে নানা আলোচনার জন্ম দেয়।
তবে এসব জল্পনার ভিড়ে সুনীতার সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট করে দিয়েছে। যতদিন পর্যন্ত এই তারকা দম্পতি নিজেরা বিচ্ছেদ ঘোষণা না করছেন, ততদিন এসবকে নিছক গুজব হিসেবেই দেখা উচিত।
আপনার মতামত লিখুন :