২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সেই ঘটনায় নাম জড়ায় অভিনেত্রী মালাইকা আরোরাও। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করল মুম্বাইয়ের এক আদালত।
২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বচসায় জড়ান সাইফ আলি খান। সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। সাইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তার নাকের হাড় নাকি ভেঙে যায়।
এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সাইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা, অমৃতা আরোরা প্রমুখ।
জানা গেছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদাণের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন পাঠানো হয়। কিন্তু অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। সেই কারণেই অভিনেত্রীকে পুনরায় আদালতে হাজির হওয়ার বিষয়ে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল।
উল্লেখ্য, এই ঘটনায় সাইফ আলি খান, শাকিল লাদাক ও বিলাল আমরোহিকে গ্রেপ্তার করা হয়। পরে তারা জামিনে মুক্ত হন। তাদের বিরুদ্ধে ৩২৫ ধারায় চার্জশিট দাখিল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে সাইফ দাবি করেছেন, ইকবাল ও তার সঙ্গীরা তাদের সঙ্গে থাকা মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।