ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

প্রথমবার ওয়েব সিরিজে কায়েস আরজু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১২:৩২ পিএম
কায়েস আরজু। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। সিরিজের নাম ‘রিটার্ন’। এতে তার সহশিল্পী চিত্রনায়িকা মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন তাজু কামরুল। সম্প্রতি গাজীপুরে হয়েছে এর দৃশ্যধারণ। এর ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ অচিরেই শেষ করার কথা রয়েছে।

নতুন মাধ্যমে অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। একটি খুন নিয়ে এর গল্প। ওয়েবের কাজ আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ফিল্মের ঢঙে এর দৃশ্যধারণ হয়েছে। চরিত্র নিয়ে আপাতত কিছু বলতে চাই না। তবে এ ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করেছি। আশা করছি, ওয়েব সিরিজটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।’

এর আগে কায়েস আরজু অভিনয় করেছেন ‘আজিরন’ সিনেমায়। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন গীতালি হাসান। সিনেমাটিতে আরজুর সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া অর্পা। সম্প্রতি রাজবাড়ির বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। নির্মাণাধীন আছে ‘গবেট’ নামের সিনেমাটি।

বর্তমানে এই অভিনেতার মুক্তির অপেক্ষায় আছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’, মেহেদী হাসানের ‘আগুনে পোড়া কান্না’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’, টিটনের ‘ভালোবাসি তোমায়’, তাজু কামরুলের ‘যাযাবর’ ও জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’।