শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০১:৩২ পিএম

‘নাটক বেশি মানুষ দেখলে ভালো লাগে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০১:৩২ পিএম

‘নাটক বেশি মানুষ দেখলে ভালো লাগে’

নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন চলতি সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকের রেকর্ড ভেঙেছে নিলয়ের ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নামের নাটকটি। ‘বড় ছেলে’ নাটকে অপূর্বর সহশিল্পী ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর নিলয়ের বিপরীতে ছিলেন চলতি সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি নির্মাণ করেছেন মাহিন খান।

‘বড় ছেলে’ নাটকটি ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায়। সে সময় নাটকটি দর্শকমহলে তুমুল সাড়া ফেলে। ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটকটি মুক্তি পায় গত বছর ৯ এপ্রিল। সইউটিউবে বাংলা নাটকের দর্শকপ্রিয়তায় ১১ মাসে ভাঙল ৮ বছরের রেকর্ড। অপূর্বর নাটককে টপকে শীর্ষে উঠল নিলয় আলমগীরের নাটক। ৮ বছর আগের মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ এতদিন ছিল ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক (৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার)। মাত্র ১১ মাসে সেই রেকর্ড ভেঙেছে ‘শ্বশুর বাড়িতে ঈদ’। এর ভিউ এখন ৫ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার।

এমন দর্শক সাড়ায় আনন্দিত নিলয়। তিনি বলেন, ‘আমরা কষ্ট করে কাজ করি যাতে দর্শক কাজটি দেখে।  নাটক বেশি মানুষ দেখলে ভালো লাগে। ভিউজ বেশি হলে ভালো লাগে। অনেকের ভিউজ নিয়ে সমস্যা। তবে তার নাটকে যখন ভিউজ হয় তখন সেটা বেশ আগ্রহ নিয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করে। কিন্তু আমাদের নাটকে যখন ভিউজ হয় তখন বলে ভিউজ তো সবকিছু না। নাটকের মানদণ্ড না। বেশ খুশি লাগছে মানুষ আমার নাটকটি দেখেছেন।’

যোগ করে তিনি আরও বলেন, ‘বড় ছেলে অনেক সুন্দর একটি নাটক। আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় ভক্ত। আমার কাছে মনে হয় অপূর্ব ভাইয়ের নাটকটি আামর নাটক থেকে অনেক ভালো ও সুন্দর।’ 

নিলয় বলেন, ‘অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন এটা শুনতে ভালো লাগে না। কারণ, তিনি আমার অনেক সিনিয়র। তার সঙ্গে আমার তুলনা কখনো হবে না। আমার থেকে তিনি অনেক ভালো অভিনয় করে। তার সঙ্গে আমাকে তুলনা করা ঠিক হবে না।’

‘বড় ছেলে’ নাটকে দেখানো হয়েছিল মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প। আর শ্বশুরবাড়িতে ঈদকে কেন্দ্র করে নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুর বাড়িতে ঈদ’র গল্প। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এজন্যই এটি দর্শক পছন্দ করেছেন বলে জানালেন নাটকের পরিচালক মহিন খান।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!