বাংলাদেশের বিনোদন পাড়ায় এখন চলছে ঈদ আনন্দ। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। যার অন্যতম ‘জ্বীন ৩’। সজল নূর ও নুসরাত ফারিয়া অভিনীত এই সিনেমার ‘কন্যা’ গানটি এরই মধ্যে শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ইউটিউবে এরই মধ্যে এই গানটির ভিউ কোটি ছাড়িয়ে গেছে।
এ নিয়ে দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এই নায়িকা লেখেন, ‘কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’
‘কন্যা’ গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ইউটিউবে প্রকাশ পায় ‘কন্যা’ গানটি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত এক কোটি ৫ লাখেরও বেশি ভিউ হয়েছে গানটিতে।
আপনার মতামত লিখুন :