চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমণি, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী ও জান্নাতুল পিয়ার পর এবার অবৈধ জুয়ার প্রচারণায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তিনি ‘বিজে স্পোর্টস’ নামের জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
এরই মধ্যে জুয়া কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। সেই ভিডিও পায়েল তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন । এ প্রসঙ্গে জানতে পায়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসের (পরিসর) জুয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়, তাহলে এই অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় আসবেন।’
জুয়া খেলা ও প্রচারণার অভিযোগে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার খবর সামনে এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন ইউটিউবারকে জুয়ার প্রচারণার অভিযোগে পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করে গ্রেপ্তার করেছিল। তবে জুয়ার প্রচারণার চালিয়েও দেশের শীর্ষ তারকারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থাকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।
আপনার মতামত লিখুন :