ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

তৃতীয় সংসারও টিকলো না শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

অনেকদিনের টানাপোড়েন শেষে আইনি বিচ্ছেদ হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। ৮ এপ্রিল আদালতের রায়ে তাঁদের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। রোশন জানান, সব কিছু শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে রোশন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রোশন জানিয়েছেন, বিচ্ছেদ শান্তিপূর্ণভাবেই হয়েছে। ৮ এপ্রিল থেকে তাঁরা আইনত আলাদা হয়ে গেছেন। প্রেম কিংবা বিয়ের আগে যেভাবে তাঁরা একে অপরের অজানা ছিলেন, এখন থেকে তেমনই থাকবেন বলে জানান তিনি।

অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে নানা আলোচনার মাঝেই, ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু স্বাক্ষর দেওয়া বাকি ছিল। বিষয়টি নিষ্পত্তি করতে ৮ এপ্রিল আদালত দিন ধার্য করে। তবে এতদিন এই বিষয়ে দু‍‍`জনই মুখে কুলুপ এঁটে ছিলেন।

এর আগে ২০১৯ সালের শুরুতে রোশন ও শ্রাবন্তীর প্রেম শুরু হয়। এর কিছুদিন পর পাঞ্জাবে গোপনে বিয়ে করেন তারা। বিয়ের প্রায় দশ দিন পর সেই খবর সামনে আনেন শ্রাবন্তী।

তবে ২০২০ সালের দুর্গাপূজার আগে থেকেই তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। পরে জানা যায়, রোশন শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে গেছেন এবং সেখান থেকেই তাদের আলাদা থাকার খবর ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, শ্রাবন্তীর এটি তৃতীয় বিবাহবিচ্ছেদ। মাত্র ১৬ বছর বয়সে তিনি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজের সঙ্গে তাঁর দ্বিতীয় বিবাহ হয়, যা খুব বেশি দিন টেকেনি।