অনেক দিন খোঁজ-খবর নেই এক সময়ের জনপ্রিয় নায়ক ইমরানের। কোথায় আছেন তিনি, কী করছেন কারোরই তেমনটা জানা নেই। তবে এতটুকু জানা গেল যে, তিনি বেশিরভাগ সময়ই স্ত্রী-সন্তানকে নিয়ে দেশের বাইরে সুইডেনেই থাকেন। দেশের বাইরে থাকলেও তার মন তো পড়ে থাকে দেশে। তাই সময় সুযোগ পেলেই ইমরান স্ত্রী-সন্তানকে নিয়ে দেশে চলে আসেন। দীলিপ বিশ্বাসের ‘অস্বীকার’ ছিল ইমরানের প্রথম সিনেমা। প্রথম সিনেমা দিয়েই তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে পেরেছিলেন।
আশি ও নব্বই দশকের জনপ্রিয় এবং ব্যস্ত নায়ক হিসেবেই তার খ্যাতি ছিল। ‘অকৃতজ্ঞ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। বিশেষত কুমার শানুর গাওয়া ‘মাগো তুমি একবার খোকা বলে ডাকো’ গানের চিত্রায়ণে অনবদ্য অভিনয় করেছিলেন ইমরান। ইমরান অভিনীত আলোচিত সিনেমাগুলো হলো ‘অস্বীকার’, ‘অকৃতজ্ঞ’, ‘দেমাগ’, ‘পিতা মাতা সন্তান’, ‘স্বপ্ন’ ‘চম্পাবতী’, ‘জারকা’, ‘বদসুরত’ ইত্যাদি। ইমরানের ভাষ্যমতে তিনি প্রায় ষাটটি সিনেমাতে অভিনয় করেছেন। দীর্ঘদিন অভিনয়ে নেই এই নায়ক। স্ত্রী-সন্তানকে নিয়েই বেশ সুখে আছেন। তবে অভিনয় যে করতে ইচ্ছা করে না এমনটি নয়। কিছুদিন আগেও দেশে এসেছিলেন।
তখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরান বলেন, ‘সবাইকে শুরুতেই ঈদের শুভেচ্ছা জানাই। সবাইকে ঈদ মোবারক। অভিনয়ে ফিরব কি-না এখনো ঠিক বলতে পারছি না। তবে যেহেতু আমি ইমরান হয়েছি সিনেমা জগতের কারণে, অভিনয়ের কারণে। তাই মাঝে মধ্যে ইচ্ছা করে অভিনয়ে ফেরার। যদি ভালো সুযোগ পাই, ভালো গল্পে কাজ করার সুযোগ মিলে। যে সিনেমা পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে বসে উপভোগ করা যায়, এমন সিনেমাতেই অভিনয় করার ইচ্ছা আছে আমার। যদি ব্যাটে বলে কখনো এমন মিলে যায় তাহলেই কেবল হয়তো আবার সিনেমায় অভিনয় করা হবে। নতুবা হয়তো আর কখনো অভিনয় করা হয়ে উঠবে না। তবে সবার কাছে দোয়া চাই আমার জন্য, আমার পরিবারের জন্য।’
আপনার মতামত লিখুন :