বলিউড দুনিয়ায় কাপুর পরিবার বেশ পরিচিত নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও নাচের ভিডিও পোস্ট করে প্রায়শই খবরের শিরোনামে আসেন জাহ্নবী কাপুর, খুশি কাপুররা। বেশ কয়েক মাস আগে জাহ্নবীর বেলি ডান্সের ভিডিও শোরগোল ফেলেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই তালিকায় নাম লেখালেন জাহ্নবীর খুড়তুতো বোন শানায়া কাপুর। শানায়া হলেন অনিল কাপুরের ভাইজি। তার বাবা সঞ্জয় কাপুর। শায়ানার ট্রেনার সঞ্জনা মুথরেজা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে তার সঙ্গে বেলি ডান্স করতে দেখা যাচ্ছে শানায়াকে। কালো পোশাক পরে তারা দুজন ড্রামের তালে দোলাচ্ছেন নিজেদের কোমর। ট্রেনার সঙ্গে শানায়ার নাচের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। তার নাচের দক্ষতা দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরা। বেলি ড্যান্সে দর্শকের মনে ঝড় তোলা হোক, কিংবা প্রিয় বন্ধু শাহরুখ কন্যা সুহানার সঙ্গে বিদেশ ভ্রমণ বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছেন শানায়া কাপুর।
বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা তিনি, অভিনয়ে পা রাখার কথা ছিল আগেই। তবে নানা কারণে পিছিয়ে গিয়েছে ‘বেধড়ক’ সিনেমার কাজ। যে সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছিলেন শানায়া। এবার খবরে এলেন অন্য কারণে। ‘টুয়েলভথ ফেল’ সিনেমা খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমার শুটিং শুরু করলেন সঞ্জয়-কন্যা। সিনেমার নাম ‘আঁখো কি গুস্তাখিয়ান’। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। রাস্কিন বন্ডের লেখা একটি ছোট গল্পের অনুসরণে লেখা হয়েছে এই সিনেমার চিত্রনাট্য। সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্তোষ সিং।
এর আগে ওটিটিতে সন্তোষ পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘অপহরণ’ প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে। অন্যদিকে, বিক্রান্তের সিনেমা ‘দ্য সবরমতী এক্সপ্রেস’ মুক্তি পেয়েছে নভেম্বরে। এর মধ্যেই শুরু করলেন এই সিনেমার কাজ। শোনা গিয়েছিল ‘বেধড়ক’-এর কাজ স্থগিত হয়ে গেলেও টাইগার শ্রফের বিপরীতে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘স্ক্রু ঢিলা’ সিনেমাতে দেখা যাবে শানায়াকে।
বলিউডে পা রাখেননি তবু প্রায়ই শিরোনামে আসেন শানায়া কাপুর। বলিপাড়ায় নতুন গুঞ্জন। চুটিয়ে প্রেম করছেন সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর! বলিউডে পা রাখার আগেই আলোচনায় চলে এসেছেন তিনি। এমনিতেই সব সময় তাকে পার্টি করতে দেখা যায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে। এর মধ্যেই গুঞ্জন, মুম্বাইয়ের করন কোঠারি নামের এক কলেজ সহপাঠীকেই নাকি মন দিয়েছেন তিনি! শানায়া কাপুর এ প্রসঙ্গে কোনো কিছু সামাজিক মাধ্যমে কিছু প্রকাশ করতে নারাজ। তবে বন্ধুদের সঙ্গে করনকে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। করন-শানায়াকে মাঝে মাঝে একসঙ্গে দেখা যায়।
ক্যারিয়ারের গ্রাফ যেমনই হোক, প্রেমের গ্রাফ তরতরিয়ে উঠছে সঞ্জয়-কন্যার। কবে থেকে তারা প্রেম করছেন তা জানা যায়নি। দু’জনেই লস অ্যাঞ্জেলেসে একই কলেজে পড়তেন। সেখানেই ব্যবসা শুরু করেছেন কর্ণ। ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি জানান, শানায়া এখনো তার প্রেমিককে নিয়ে মুখ খোলেননি। কিছু পোস্টও দেননি সমাজ মাধ্যমে। তবে বলিউডের অনেক পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। সেখানেই কর্ণকে সঙ্গী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া।
সতীর্থদের দাবি, তাদের একসঙ্গে বেশ দেখা যায়। ‘বেধড়ক’-এর কাজ স্থগিত থাকলেও শিগগিরই টাইগার শ্রফের বিপরীতে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘স্ক্রু ঢিলা’ সিনেমাতে দেখা যাবে শানায়াকে। সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর চলতি বছরে বলিউডে পা রাখবেন। পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত জুলাই মাসে ‘বেধড়ক’ সিনেমার শুটিং শুরু করেন শানায়া।
উল্লেখ্য, শানায়া কাপুর সামাজিক মাধ্যমে এর মধ্যেই পরিচিত মুখ। তার ফলোয়ারের সংখ্যাও অনেক। ইনস্টাগ্রামে তার নিয়মিত ছবি দেখে মুগ্ধ নেটিজনরা। পোস্ট করার মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয় নেট দুনিয়ায়। বেশ কিছু দিন আগেই নতুন সিনেমা ‘বেধড়ক’-এর কথা ঘোষণা করেন করণ জোহর। তবে শুটিং শুরু হওয়া আগে অবশ্য হোঁচট খেয়েছে সেই সিনেমা।
সূত্রের খবর, অনির্দিষ্ট কালের জন্য সিনেমাটি স্থগিত হয়েছে। শুরুতেই এমন বেগ পেয়ে অবশ্য মুষড়ে পড়েননি সঞ্জয়-কন্যা। বরং জীবনের নতুন অধ্যায় শুরুর আগে বাড়তি সময় পেয়ে তা সঠিকভাবে কাজে লাগানোতেই মন দিয়েছেন তিনি। তার শরীরে বইছে কাপুর পরিবারের রক্ত। নিজেকে প্রমাণ করার দায়িত্বও তাই অনেকটা বেশি। দক্ষ অভিনেত্রী হয়ে ওঠার পাশাপাশি নিজেকে প্রথম সারির নায়িকা হিসাবে গড়ে তুলতেও কম পরিশ্রম করেন না শানায়া।
তার ইনস্টাগ্রাম বলছে যে, তিনি ফিটনেস সচেতন। নিজেকে মেদহীন, তন্বী হিসাবে গড়ে তুলতে শরীরচর্চায় ফাঁকি দেন না। নাচ শানায়ার অন্যতম প্রেম। বিশেষ করে বেলি ড্যান্স। শরীরচর্চার একটি অংশ হিসাবেও বেলি নাচ বেশ কার্যকর। কোমর ও পেটের মেদ ঝরাতে বিশেষ ধরনের এই নাচ কাজে আসে। শানায়া এতটাই ‘ফিটনেস ফ্রিক’ যে অতিমারির সময়েও নিয়মিত জিমে গিয়েছেন। নয়তো বাড়িতেই জিমের পরিবেশ গড়ে নিয়েছেন। বাড়িতে থাকলে শানায়াকে সেখানেই পাওয়া যেত। যোগাসন, পিলেটস, স্ট্রেচিং-এর পাশাপাশি সাঁতার কাটা, দৌড়ানো, হাঁটাহাঁটির মতো শরীরচর্চা থাকে তার রোজের ফিটনেস রুটিনে। শারীরিকভাবে ফিট থাকতে শরীরচর্চার পাশাপাশি নিয়ম পুষ্টিকর ডায়েটও মেনে চলেন। মৌসুমি ফল, অল্প কার্বোহাইড্রেট, ফাইবার যুক্ত খাবার থাকে রোজ খাদ্য তালিকায়। শরীর ও ত্বকের যত্ন নিতে বেশি করে পানি পান সারা দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন শানায়া।
মণীশ মলহোত্রর ফ্যাশন শো-তে হাঁটতে দেখা গেছে তাকে। আপাতত পর্দায় তাকে দেখার অপেক্ষা। শানায়া কাপুর দক্ষিণী সুপারস্টার মোহনলালের সঙ্গে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘ভ্রুশাভা’র শুটিং শেষ করেছেন। এখন এ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরেই তামিল, তেলেগু, মালায়ালম ও হিন্দি ভাষায় শানায়া-মোহনলাল অভিনীত বিগ বাজেটের সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এ সিনেমাতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্রে শানায়াকে দেখা যাবে। যা তার ফিল্মি ক্যারিয়ারের সূচনাতেই বড় চমক নিয়ে আসছে।
আপনার মতামত লিখুন :