কৌশানী মুখোপাধ্যায় এই মুহূর্তে বলা যায় তার ক্যারিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শুক্রবার (১১ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পেয়েছে তার ‘কিলবিল সোসাইটি’ সিনেমাটি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা ঘিরে সিনেপ্রেমীদের আগ্রহ চোখে পড়ার মতো।
এই একই দিনে কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্তরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে বাংলায় নয়, উড়িয়ায়। ভাগ্যপরীক্ষা করাতে এবার বাংলা ছেঢ়ে ওড়িশায় পাড়ি দিয়েছেন অভিনেতা।
অভিনয় জগতে লাক ট্রাই করতে অনেকেই ইদানীং বাংলা ছেড়ে বলিউড পাড়ি দিচ্ছেন। টলিপাড়ার অভিনেতাদের ক্ষেত্রে এই তালিকা বেশ দীর্ঘ। ঈদে মুক্তি পেয়েছে বনি-কৌশানী অভিনীত ‘হাঙ্গামা ডট কম’ সিনেমাটি। দর্শকমনে এই সিনেমা এখনও তেমন প্রভাব ফেলতে পারেনি। তাই এবার অভিনেতা বনি বাংলা ছেড়ে উড়িয়া সিনেমাতে লাক ট্রাই করলেন।
মুক্তি পেয়েছে তার প্রথম উড়িয়া সিনেমা ‘আজিরা রেবতী’। শুভ্রাংশ দাস পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে শ্রীক্ষেত্র পুরীর খ্যাতনামা গীতিকার বদ্রি মিশ্রর ছোটগল্প অবলম্বনে।
নেটিজেনদের দাবি, অভিনেতা বাংলা সিনেমাতে তেমন সাফল্য পাচ্ছেন না। আর ঠিক এই কারণেই এবার উড়িয়া ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চান বনি। বাংলা সিনেমাতে কৌশানীর মতো বনির ক্যারিয়ারের গতি যে এই মুহূর্তে যথেষ্ট ঊর্দ্ধগামী নয়, সেই কথাও বলছেন অনেকেই।
আপনার মতামত লিখুন :