প্রেম কিংবা বিয়ের খবর নায়কেরাও গোপনে রাখতে চান। এর পেছনে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম।
কারণ প্রেমের খবর প্রকশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীর সংখ্যা কমে যায়।
প্রেমের প্রশ্ন উঠলেই গুজব বলে উড়িয়ে দিতে চান, অথবা একটি রহস্যময় উত্তর দেন তারা। এর ব্যতিক্রম নন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এর আগে সারা আলি খান, জাহ্নবী কাপূর, অনন্যা পাণ্ডের নামের সঙ্গে জড়িয়েছে এই তারকার নাম।
এবার যুক্ত হয়েছে দক্ষিণী নায়িকা শ্রীলীলার নামও। কিন্তু নায়ক বলছেন, তিনি সিঙ্গেল।
ভারতীয় গণমাধ্যমের তথ্য, শ্রীলীলা এবং কার্তিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কয়েকদিন আগে কার্তিকের বাড়িতে পার্টিতেও যোগ দিতে দেখা গেছে শ্রীলীলাকে।
কার্তিকের মা নাকি ভালোভাবে মেনে নিয়েছেন এই সম্পর্ক। সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার ছোট ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পেছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার মেলাতে ব্যস্ত অনুরাগীরা। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা।
কার্তিক বলেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা বলা হয় তার কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে।’
এই নায়ক জানিয়েছেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন হতে চান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘আমি এখনও সিঙ্গেল’’।