ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ৫ নাটক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:৪২ পিএম
ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ৫ নাটকের পোস্টার ছবি: সংগৃহীত

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক। ঈদে উপলক্ষে যে নাটকগুলো প্রকাশ করা হয়েছে ১২ দিন পরও সেগুলো উপভোগ করছেন দর্শক।

‘মেঘবালিকা’ 

মেঘবালিকা‍‍`য় দর্শক মুগ্ধ,ভিউ সাড়ে ছয় মিলিয়ন
‘মেঘবালিকা’  নাটকের দৃশ্য 


জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি প্রকাশ পায় ৪ এপ্রিল। ইউটিউবে আপলোড হওয়া পর ট্রেন্ডিংয়ে চলে আসে। অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ এখন পর্যন্ত ইউটিউবে সবার র্শীর্ষে অবস্থান করছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ৩ নম্বরে।

‘লাভ মি মোর’

Love Me More Natok | লাভ মি মোর | Tawsif Mahbub | Farzana Bushra Nidra Dey  Tabassum | New Natok 2025
‘লাভ মি মোর’ নাটকের পোস্টার

সাজিদ হোসেন বাপ্পি পরিচালিত ও তৌসিফ মাহবুব অভিনীত নাটকটি গত ৯ এপ্রিল প্রকাশ পায়। মাত্র ২ দিনে ট্রেন্ডিংয়ে চলে আসে। চার দিনে নাটকটি দেখে ২৭ লাখের বেশি দর্শক। রোববার নাটকের ইউটিউব ট্রেন্ডিংয়ে এটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ৫ নম্বরে। তৌসিফ মাহবুব ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা বুশরা, নিদ্রা দে নেহাসহ আরও অনেকে।  

‘একান্নবর্তী’

এবারের ঈদে সবচেয়ে তারকা বহুল নাটক ‍‍`একান্নবর্তী‍‍`
‘একান্নবর্তী’ নাটকের দৃশ্য


এরপরই রয়েছে নির্মাতা মহিন খান নাটক ‘একান্নবর্তী’। ৫ এপ্রিল নাটকটি প্রকাশ পায়। রোববার এটি রয়েছে তৃতীয় স্থানে, যা ৮ দিনে ৭২ লাখ দর্শক দেখেছে। নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, সাবেরী আলম, মনিরা মিঠু, মাসুম বাসারসহ আরও অনেকে।

‘হৃদয়ের এক কোণে’

Hridoyer Ek Kone (হৃদয়ের এক কোণে নাটক) Full Natok Review Fact, Jovan,  Totini, Mohidul, Eid Natok 20
‘হৃদয়ের এক কোণে’ নাটকের পোস্টার


সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি আপলোড করা হয় ৪ এপ্রিল। জোভান ও তটিনী অভিনীত এই নাটকটির অবস্থান তিন নম্বরে হলেও কন্টেন্ট এর বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে। ৮ দিনে ৭২ লাখের বেশি মানুষ নাটকটি দেখেছে। 

‘তোমাদের গল্প’

তোমাদের গল্প‍‍` কাঁদাচ্ছে দর্শকদের
‘তোমাদের গল্প’ নাটকের পোস্টার


ঈদের অন্যতম আলোচিত নাটকটগুলোর একটি ‘তোমাদের গল্প’। ৩১ মার্চ এটি ইউটিউবে প্রকাশ করা হয়। ১২ দিনে নাটকটি দেখেছে এক কোটি ১০ লাখের বেশি দর্শক। মোস্তফা কামাল রাজ পরিচালিত ও ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকটি ট্রেন্ডিংয়ে ৫ নম্বরে। এতে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ আরও অনেকে।