ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

এবার বোমা মেরে সালমানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:০৫ পিএম
সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে আবারও উঠল নিরাপত্তার প্রশ্ন। তাকে হত্যার হুমকির ধারাবাহিকতা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। মুম্বাইয়ের ওরলি ট্রাফিক বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এক অজ্ঞাত ব্যক্তি সালমানকে হত্যার হুমকি দিয়েছে। এবং তার গাড়িও বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককেও তল্লাশি করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে নতুন করে প্রাণনাশের হুমকি পান ‘ভাইজান’।

পুলিশ সূত্র জানিয়েছে, এদিন হুমকি পাওয়ার পর তার বাড়ির গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই সন্দেহভাজন যুবককে তল্লাশি করা হয়। সন্দেহজন দুজনকে ঘোরাফেরা করতে দেখা যাওয়ার পর মুম্বাই পুলিশ তাদের তল্লাশি করে। তল্লাশির সময় দুজনের মধ্যে এক ব্যক্তির লাল টুপি খুলে ফেলা হয়। তাদের প্যান্টের পকেটও তল্লাশি করা হয়। পাঁচ মিনিট ধরে তল্লাশি শেষে তাদের ছেড়ে দেওয়া পুলিশ।

সালমান খানকে হত্যা হুমকির পর লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি সালামান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর।

গত দুই বছর ধরে একের পর এক হত্যার হুমকি পেয়ে যাচ্ছেন এই বলিউড তারকা। এ নিয়ে পাঁচবার হত্যার হুমকি পেলেন তিনি। ২০২৪ সালে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিও চালানো হয়। এরপর থেকেই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে।