ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি বলেন, গুলশান আরা আপা একজন ভালো অভিনেত্রী ও মানুষ ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করি। সবাই গুণী এই শিল্পীর জন্য দোয়া করবেন।
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার।
সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর অসংখ্য সিনেমা ও নাটকে অভিনয় করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :